সহকারী স্টেশন মাস্টার চাকুরীর প্রস্তুতি, বিগত সালের প্রশ্ন সমাধান ২০২৪

সহকারী স্টেশন মাস্টার বিগত সালের প্রশ্ন


বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৯ জানুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট  এ প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটি আমাদের পোষ্টে সংযুক্ত করে দেওয়া হবে। বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সহকারী স্টেশন মাস্টার প্রস্তুতি, বিগত সালের প্রশ্নের সমাধান, কি কি বই পড়া লাগবে, এই পদের সুযোগ সুবিধা কি ইত্যাদি বিষয়ে বিস্তারিত। আশা করি সম্পূর্ণ লেখা পড়লে বাংলাদেশ রেলওয়েতে চাকুরীর যে লালিত স্বপ্ন তা পূরণে আপনি একধাপ এগিয়ে থাকবেন।

    সহকারী স্টেশন মাস্টার চাকুরীর প্রস্তুতি

    একটি ভালো চাকুরীর জন্য আপনাকে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি সরকারী চাকুরী পাওয়া যেমন কঠিক ঠিক তেমনি উপযুক্ত প্রস্তুতির মাধ্যমে আপনাকে নিজের সমার্থের কঠিন পরীক্ষা দিতে হবে। কাজেই আমাদের আজকের আলোচনা শুরুই করতে চাই বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের প্রস্তুতি সম্পর্কে। তবে কোন পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে আপনাকে অবশ্যই প্রস্ন প্যাটার্ণ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক। চলুন প্রস্তুতি সম্পর্কে জানার আগে রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। 

    রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রশ্ন প্যাটার্ণঃ

    বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় যে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে ৩ ধাপে পরীক্ষা অনুষ্টিত হয়ে থাকে। যেমনঃ

    ১) প্রিলিমিনারি পরীক্ষা

    ২) লিখিত পরীক্ষা 

    ৩) ভাইবা পরীক্ষা 

    বন্ধুরা, আমরা বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার পদের চাকুরী প্রাপ্তির জন্য একটা পূর্নাংগ লেখা প্রকাশের এই অংশে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। 

    প্রিলিমিনারিঃ

    অন্যান্য সরকারি প্রতিষ্টানে নিয়োগের লক্ষ্যে অনুষ্টিত পরিক্ষার মতোই এখানেও আপনাকে ১০০ নাম্বারের প্রিলি পরিক্ষায় অংশগ্রহন করতে হবে। প্রিলি পরীক্ষা মূলত ০৪টি বিষয়ে অনুষ্টিত হয়ে থাকে। বিষয় গুলো নিচে উল্লেখ করা হলো;

    • বাংলা- ২৫ নম্বার
    • ইংরেজি- ২৫ নম্বর
    • গণিত - ২৫ নম্বর
    • সাধারনজ্ঞান - ২৫ নম্বর

    প্রতিটি বিষয়ে ২৫টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ০১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে। 

    লিখিতঃ

    চাকুরী পাওয়ার অনেকাংশই নির্ভর করে লিখিত পরিক্ষার উপর। বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা হয়ে থাকে। পরিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ। ০৪ টি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

    • বাংলা- ২৫ নম্বার
    • ইংরেজি- ২৫ নম্বর
    • গণিত - ২৫ নম্বর
    • সাধারনজ্ঞান - ২৫ নম্বর

    এছাড়াও কম্পিউটার বিষয়ে কিছু প্রশ্ন সাধারনজ্ঞান অংশে দেওয়া হয়ে থাকে। তবে মোট নাম্বার ১০০। তাই আপনাকে এই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করতে হবে।

    সহকারী স্টেশন মাস্টার চাকুরীর প্রস্তুতি - আজকের আলোচনার এই অংশে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করবো। প্রস্তুতি নেওয়ার আগে আমরা প্রশ্ন প্যাটার্ণ সম্পর্কে জেনে নিলাম। তাই এখন ধাপে ধাপে প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে। চলুন শুরুর করি- 

    রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার বাংলা প্রস্তুতি

    ইতোপূর্বে আমরা জানলাম যে এমসিকিউ এবং লিখিত উভয় পরিক্ষায় বাংলা বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। বাংলার দুটি অংশ বাংলা সাহিত্য ও বাংলা ব্যাকরণ । সহকারী স্টেশন মাস্টার পদে বাংলা সাহিত্য ও ব্যাকরণ উভয় অংশ থেকেই প্রশ্ন আসে। আমরা নিচে পৃথক পৃথক ভাবে আলোচনা করা হলোঃ
    বাংলা সাহিত্যঃ
    এমসিকিউ এবং লিখিত উভয় অংশেই বাংলা সাহিত্য হতে প্রশ্ন আসে। বাংলা সাহিত্যের জন্য অবশ্যই পিএসসি কর্তৃক প্রকাশিত লেখকদের সম্পর্কে, তাদের সাহিত্য কর্ম সম্পর্কে সম্যক ধারনা রাখতে হবে। বাংলা অংশের জন্য বাজারে অনেক বই পাওয়া যায়। আবার আপনি চাইলে এইখানে পড়তে পারেন। বাংলা সাহিত্য অংশ থেকে কি কি পড়বেন-
    • লেখদের জীবনী
    • সাহিত্যকর্ম
    • উক্তি
    • উপন্যাস ও নাটকের নাম 
    বাংলা ব্যাকরণঃ
    বাংলা ব্যাকরণ অংশ সর্বদাই গুরুত্বপূর্ণ। বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গিয়েছে যে, বাংলা ২৫ টি প্রশ্নের মধ্যে ব্যাকরণ অংশ থেকেই বেশি প্রশ্ন করা হয়ে থাকে। তাই এই অংশে বেশি জোড় দিতে হবে। বাংলা ব্যাকরণ থেকে নিচের অংশ গুলো অবশ্যই পড়বেন।
    • কারক বিভক্তি
    • সমাস
    • সন্ধি
    • প্রকৃতি প্রত্যয়
    • উপসর্গ অনুসর্গ
    • অনুবাদ
    • সমার্থক ও বিপরীত শব্দ
    বাংলা লিখিত অংশের জন্য আপনাকে আলাদা প্রস্তুতি নিতে হবে বলে মনে করি না। তবে কিছু বিষয় অবশ্যই আপনাকে জানতে হবে তথা প্রাকটিস করা লাগবে। যেমন- বাংলা রচনা, দরখাস্ত, অনুচ্ছেদ, প্রতিবেদন, সারাংশ সারমর্ম ইত্যাদি। 

    রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার ইংরেজি প্রস্তুতি

    ইংরেজি বিষয়ে এমসিকিউ এবং লিখিত পরিক্ষায় ২৫ নাম্বার করে মোট ৫০ নাম্বার থাকে। আপনি পরিক্ষায় কতোটা ভালো করেন তা নির্ভর করে ইংরেজিতে কতোটা দক্ষ। সত্যি বলতে ইংরেজিতে দক্ষতার চেয়েও গুরুত্বপূর্ণ হলো কি কি বিষয়ে দক্ষতা লাগবে তা জানা। বিগত সালের অভিজ্ঞতা ও প্রশ্ন বিশ্লেষনে আমরা আপনাকে নিচের বিষয়গুলো অবশ্যই কভার করতে পরামর্শ দিবো-
    • Parts of Speech (Noun, Pronoun, Preposition)
    • Right form of verbs 
    • Articles
    • Degree 
    • Word Meaning 
    • Synonyms and Antonyms
    • Tag questions 
    • Sentence Corrections 
    এই বিষয় গুলোতে আপনাকে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। অন্যথায় ইংরেজিতে ভালো ফলাফল করা সম্ভব নয়। তাই উক্ত বিষয়সমূহে পূর্ণ ধারনা নেন। তার সাথে লিখিত প্রস্তুতি নিতে হলে আপনাকে দেখতে হবে কিভাবে রচনা লেখা যায়, আবেদন, পেরাগ্রাফ ইত্যাদি বিষয়। 

    রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার গণিত প্রস্তুতি

    অন্যান্য বিষয় থেকে এটি সম্পূর্ন আলাদা। এখানে আপনাকে মুখস্থ জ্ঞানের কাজে লাগালে সফলতা আসবে না। তাই গণিতে ভালো করার বিকল্প নাই। গণিত কি সব অধ্যায় পড়তে হয়? মোটেও না। বিশেষ কিছু বিষয়ে স্পষ্ট ধারনা থাকলেই বাজিমাত! নিচে বিষয়গুলো উল্লেখ করা হলোঃ
    পাটিগণিত 
    • সরল
    • সংখ্যা
    • গতি 
    • কাজ ও সময়
    • বানর ও বাশ
    • অংশীদারি
    • লাভ-ক্ষতি
    বীজগণিত 
    • মান নির্নয় 
    • সূত্রের প্রয়োগ
    • লগ 
    • লসাগু গসাগু 
    জ্যামিতি
    • কোণ 
    • বেসিক কিছু বিষয় 
    উল্লেখিত বিষয়গুলো ফোকাসড করে পড়াশোনা করলে আশা করা যায় গনিতে ভালো ফলাফল আসবে। লিখিত পরিক্ষায় এইগুলো থেকেই প্রশ্ন আসে। আলাদা প্যারা নাই। 

    রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সাধারনজ্ঞান প্রস্তুতি

    সাধারনজ্ঞান অংশ থেকে নিচের বিষয়ে প্রশ্ন আসবে। কাজেই এগুলো গুরুত্ব দিন। 
    • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে 
    • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।
    • মুক্তিযুদ্ধ সম্পর্কে
    • বর্তমানে চলমান উন্নয়ণ পকল্প নিয়ে 
    • বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ও তারিখ
    • বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে
    • গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে
    • বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে
    • বিভিন্ন অন্তর্জাতিক সংস্থা নিয়ে

    রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার বিগত সালের প্রশ্ন সমাধান 




    অন্যান্য জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

    রেলওয়ে স্টেশন মাস্টার কত গ্রেড??

    দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা পেন স্টেশন মাস্টাররা। এবং অন্যান্য ২য় শ্রেণির জবের মতো সকল সুবিধা প্রাপ্য হয়ে থাকেন।

    রেলের সহকারী স্টেশন মাস্টার কত তম গ্রেড?

    (সহকারী স্টেশন মাস্টার)-এর গ্রেড ১৫। এই পদে গ্রেড ১৫ থেকে ১৩, এসএম-৪ (স্টেশন মাস্টার-৪)-এর বেতন গ্রেড ১৪ থেকে ১৩, এসএম-৩-এর বেতন গ্রেড ১৩ থেকে ১১, এসএম-২-এর বেতন গ্রেড ১২ থেকে ১০, এসএম-১-এর বেতন গ্রেড ১১ থেকে ১০ এবং স্টেশন সুপারিনটেনডেন্টের বেতন গ্রেড দশম থেকে নবম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়।

    রেলওয়ে সহকারী স্টেশন মাস্টারের কাজ কি?

    স্টেশন মাস্টার অন্যান্য স্টেশন কর্মচারীদের পরিচালনার জন্য দায়ী এবং নিরাপত্তা এবং স্টেশনের দক্ষ চালানোর দায়িত্ব পালন করেন। শব্দটি ঐতিহাসিকভাবে সমস্ত আকারের স্টেশন জুড়ে নিযুক্ত করা হয়েছিল, যার ফলে সুনির্দিষ্ট ভূমিকার পরিবর্তন ঘটে।

    উপসংহার
    সহকারী স্টেশন মাস্টার বিগত সালের প্রশ্ন সমাধান ও প্রস্ততি নিয়ে ছিলো আমাদের আজকের ক্ষুদ্র আলোচনা। আশা করছি এই লেখার মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় সকল তথ্য খুজে পেয়েছেন। কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ