সহকারী স্টেশন মাস্টার চাকুরীর প্রস্তুতি, বিগত সালের প্রশ্ন সমাধান ২০২৪
বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৯ জানুয়ারি ২০২৪ তারিখে বাংলাদেশ রেলওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিটি আমাদের পোষ্টে সংযুক্ত করে দেওয়া হবে। বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে সহকারী স্টেশন মাস্টার প্রস্তুতি, বিগত সালের প্রশ্নের সমাধান, কি কি বই পড়া লাগবে, এই পদের সুযোগ সুবিধা কি ইত্যাদি বিষয়ে বিস্তারিত। আশা করি সম্পূর্ণ লেখা পড়লে বাংলাদেশ রেলওয়েতে চাকুরীর যে লালিত স্বপ্ন তা পূরণে আপনি একধাপ এগিয়ে থাকবেন।
সহকারী স্টেশন মাস্টার চাকুরীর প্রস্তুতি
একটি ভালো চাকুরীর জন্য আপনাকে অবশ্যই ভালো প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটি সরকারী চাকুরী পাওয়া যেমন কঠিক ঠিক তেমনি উপযুক্ত প্রস্তুতির মাধ্যমে আপনাকে নিজের সমার্থের কঠিন পরীক্ষা দিতে হবে। কাজেই আমাদের আজকের আলোচনা শুরুই করতে চাই বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদের প্রস্তুতি সম্পর্কে। তবে কোন পরিক্ষার জন্য প্রস্তুতি নিতে হলে আপনাকে অবশ্যই প্রস্ন প্যাটার্ণ সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক। চলুন প্রস্তুতি সম্পর্কে জানার আগে রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করি।
রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রশ্ন প্যাটার্ণঃ
বিগত সালের প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় যে বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে ৩ ধাপে পরীক্ষা অনুষ্টিত হয়ে থাকে। যেমনঃ
১) প্রিলিমিনারি পরীক্ষা
২) লিখিত পরীক্ষা
৩) ভাইবা পরীক্ষা
বন্ধুরা, আমরা বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার পদের চাকুরী প্রাপ্তির জন্য একটা পূর্নাংগ লেখা প্রকাশের এই অংশে প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করবো।
প্রিলিমিনারিঃ
অন্যান্য সরকারি প্রতিষ্টানে নিয়োগের লক্ষ্যে অনুষ্টিত পরিক্ষার মতোই এখানেও আপনাকে ১০০ নাম্বারের প্রিলি পরিক্ষায় অংশগ্রহন করতে হবে। প্রিলি পরীক্ষা মূলত ০৪টি বিষয়ে অনুষ্টিত হয়ে থাকে। বিষয় গুলো নিচে উল্লেখ করা হলো;
- বাংলা- ২৫ নম্বার
- ইংরেজি- ২৫ নম্বর
- গণিত - ২৫ নম্বর
- সাধারনজ্ঞান - ২৫ নম্বর
প্রতিটি বিষয়ে ২৫টি করে এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ০১ এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে।
লিখিতঃ
চাকুরী পাওয়ার অনেকাংশই নির্ভর করে লিখিত পরিক্ষার উপর। বাংলাদেশ রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার পদে ১০০ নাম্বারের লিখিত পরীক্ষা হয়ে থাকে। পরিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ। ০৪ টি বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। নিচে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ
- বাংলা- ২৫ নম্বার
- ইংরেজি- ২৫ নম্বর
- গণিত - ২৫ নম্বর
- সাধারনজ্ঞান - ২৫ নম্বর
এছাড়াও কম্পিউটার বিষয়ে কিছু প্রশ্ন সাধারনজ্ঞান অংশে দেওয়া হয়ে থাকে। তবে মোট নাম্বার ১০০। তাই আপনাকে এই বিষয়গুলো মাথায় নিয়ে কাজ করতে হবে।
সহকারী স্টেশন মাস্টার চাকুরীর প্রস্তুতি - আজকের আলোচনার এই অংশে আমরা প্রস্তুতি নিয়ে আলোচনা করবো। প্রস্তুতি নেওয়ার আগে আমরা প্রশ্ন প্যাটার্ণ সম্পর্কে জেনে নিলাম। তাই এখন ধাপে ধাপে প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হবে। চলুন শুরুর করি-
রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার বাংলা প্রস্তুতি
- লেখদের জীবনী
- সাহিত্যকর্ম
- উক্তি
- উপন্যাস ও নাটকের নাম
- কারক বিভক্তি
- সমাস
- সন্ধি
- প্রকৃতি প্রত্যয়
- উপসর্গ অনুসর্গ
- অনুবাদ
- সমার্থক ও বিপরীত শব্দ
রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার ইংরেজি প্রস্তুতি
- Parts of Speech (Noun, Pronoun, Preposition)
- Right form of verbs
- Articles
- Degree
- Word Meaning
- Synonyms and Antonyms
- Tag questions
- Sentence Corrections
রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার গণিত প্রস্তুতি
- সরল
- সংখ্যা
- গতি
- কাজ ও সময়
- বানর ও বাশ
- অংশীদারি
- লাভ-ক্ষতি
- মান নির্নয়
- সূত্রের প্রয়োগ
- লগ
- লসাগু গসাগু
- কোণ
- বেসিক কিছু বিষয়
রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সাধারনজ্ঞান প্রস্তুতি
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।
- মুক্তিযুদ্ধ সম্পর্কে
- বর্তমানে চলমান উন্নয়ণ পকল্প নিয়ে
- বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ও তারিখ
- বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে
- গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে
- বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে
- বিভিন্ন অন্তর্জাতিক সংস্থা নিয়ে
রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার বিগত সালের প্রশ্ন সমাধান
অন্যান্য জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
রেলওয়ে স্টেশন মাস্টার কত গ্রেড??
দ্বিতীয় শ্রেণির পদ মর্যাদা পেন স্টেশন মাস্টাররা। এবং অন্যান্য ২য় শ্রেণির জবের মতো সকল সুবিধা প্রাপ্য হয়ে থাকেন।
রেলের সহকারী স্টেশন মাস্টার কত তম গ্রেড?
(সহকারী স্টেশন মাস্টার)-এর গ্রেড ১৫। এই পদে গ্রেড ১৫ থেকে ১৩, এসএম-৪ (স্টেশন মাস্টার-৪)-এর বেতন গ্রেড ১৪ থেকে ১৩, এসএম-৩-এর বেতন গ্রেড ১৩ থেকে ১১, এসএম-২-এর বেতন গ্রেড ১২ থেকে ১০, এসএম-১-এর বেতন গ্রেড ১১ থেকে ১০ এবং স্টেশন সুপারিনটেনডেন্টের বেতন গ্রেড দশম থেকে নবম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়।
রেলওয়ে সহকারী স্টেশন মাস্টারের কাজ কি?
স্টেশন মাস্টার অন্যান্য স্টেশন কর্মচারীদের পরিচালনার জন্য দায়ী এবং নিরাপত্তা এবং স্টেশনের দক্ষ চালানোর দায়িত্ব পালন করেন। শব্দটি ঐতিহাসিকভাবে সমস্ত আকারের স্টেশন জুড়ে নিযুক্ত করা হয়েছিল, যার ফলে সুনির্দিষ্ট ভূমিকার পরিবর্তন ঘটে।