পেশকার পদে আবেদন, প্রশ্ন, সাজেশন, ও প্রস্তুতি ।। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর
পেশকার পদে আবেদন, প্রশ্ন, সাজেশন, ও প্রস্তুতি dlrs peshkar exam preparation, suggestion
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর Department of Land Records and Surveys পেশকার পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সরকারি চাকুরী প্রার্থীদের জন্য বলা যায় বিশাল একটি সুযোগ রয়েছে পেশকার পদে চাকুরী পেতে। তবে অন্যান্য সরকারি চাকুরীর মতোই পেশকার পদেও রয়েছে তুমুল প্রতিযোগিতা। একজন প্রার্থীকে প্রতিযোগিতায় ঠিকে থাকতে হলে সঠিক নিয়মে আবেদন, প্রশ্ন প্যাটার্ণ, বিগত সালের প্রশ্ন সমাধান ও সঠিক প্রস্তুতি দরকার। আমাদের আজকের আর্টিকেলটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এর পেশকার পদের চাকুরী প্রার্থীদের জন্য একটি কমপ্লিট স্টেপ বাই স্টেপ গাইডলাইন। তাই চলুন শুরু করা যাক।
পেশকার পদে আবেদনের যোগ্যতা কি?
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর Department of Land Records and Surveys এর প্রকাশিত পেশকার পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নোক্ত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে।
১। শিক্ষাগত যোগ্যতাঃ
প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ থাকা লাগবে। যেকোন বিষয় থেকে হলেই হবে।
প্রার্থীকে কম্পিউটারে জ্ঞান থাকতে হবে । অর্থাৎ
কম্পিউটারে টাইপিং গতি বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে ২০ শব্দ থাকা লাগবে।
২। প্রার্থীর বয়সঃ
প্রার্থীকে অনুর্ধ ৩০ বছর হতে হবে।
৩। অন্যান্য যোগ্যতা
রাংগামাটি জেলা ব্যতিত সকল জেলার প্রার্থীগন আবেদন করতে পারবেন।
পেশকার পদে আবেদনের নিয়ম ।। How to apply for Peshkar dlrs.teletalk.com
সম্মানিত পাঠক, এ পর্যায়ে আমরা জানবো কিভাবে পেশকার পদে সঠিকভাবে আবেদন করবেন। উক্ত পদে আবেদন করার জন্য আপনাকে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। চলুন শুরু করা যাক।
ধাপ - ১ আপনাকে প্রথমে dlrs.teletalk.com সাইটে যেতে হবে
ধাপ - ২ নিচের ছবির মতো Application Form (Click here to Apply Online) লেখায় ক্লিক করুন
ধাপ - ৩ এবার আপনার সামনে নিচের ছবিটির মতো একটি ইন্টারফেইস আসবে। এখানে Peshkar পেশকার সিলেক্ট করুন এবং NEXT বাটন চাপুন
ধাপ - ৪ এই ধাপে একটি আবেদন ফরম পাবেন এটি যথাযথভাবে পূরণ করে সাবমিট বাটন ক্লিক করুন, ছবি, সিগনাচার যুক্ত করুন এবং টাকা পরিশোধ করুন।
পেশকার পদে প্রস্ততি Peshkar Preparation
পেশকার Peshkar Preparation নিয়ে বলতে গেলে অন্যান্য সরকারি চাকুরীর প্রস্তুতির মতোই এখানে আপনাকে পড়াশোনা করতে হবে অর্থাৎ প্রস্তুতি নিতে হবে। এটি ১৬ গ্রেডের একটি চাকুরী মানে ৩য় শ্রেণির একটি পদ। কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে আগে সে পরীক্ষার প্রশ্ন প্যাটার্ণ সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা আবশ্যক। তাই চলুন আগে পেশকার নিয়োগ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ণ সম্পর্কে জেনে নেই।
পেশকার পরীক্ষার প্রশ্ন প্যাটার্ণ কি?
পেশকার পদে এমসিকিউ ও লিখিত আকারে প্রশ্ন করা হয়ে থাকে। আপনাকে প্রথমে ১০০ নাম্বারের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করা লাগবে। এমসিকিউ পরীক্ষায় ভালো করলে ১০০ নাম্বারের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
পেশকার পদে এমসিকিউ পরীক্ষার প্রশ্ন প্যাটার্ণ
বাংলা- ২৫
ইংরেজি- ২৫
গণিত- ২৫
সাধারনজ্ঞান- ২৫
পেশকার পদে লিখিত পরীক্ষার প্রশ্ন প্যাটার্ণ
বাংলা- ২৫
ইংরেজি- ২৫
গণিত- ২৫
সাধারনজ্ঞান- ২৫
প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন প্যাটার্ণ সম্পর্কে জানা হলো। এবার চলুন প্রস্তুতি নিয়ে আলোচনা করা যাক।
পেশকার প্রস্তুতি এমসিকিউ
আমরা ইতোপূর্বেই জেনেছি যে, মোট ১০০ নাম্বারে এমসিকিউ পরীক্ষা অনুষ্টিত হবে। মোট ০৪ টি বিষয়ে এমসিকিউ প্রশ্ন করা হয়ে থাকে। তাই প্রতিটি বিষয়ে আপনাকে সম্যক ধারনা থাকা লাগবে। নিচে বিষয়ভিত্তিক এমসিকিউ প্রস্তুতি নিয়ে আলোচনা করা হলোঃ
Peshkar MCQ Preparation Bangla পেশকার প্রস্তুতি বাংলা
বাংলা এমসিকিউ পরীক্ষায় বাংলা সাহিত্য ও ব্যাকরণ উভয় অংশ থেকে প্রশ্ন করা হয়। বাংলা বিভিন্ন লেখকদের সাহিত্য, জীবনী, জন্ম মৃত সাল, বিভিন্ন উক্তি, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ইত্যাদি।
বাংলা ব্যাকরণ অংশ থেকে নিচের বিষয়গুলো অবশ্যই পড়ে যেতে হবেঃ
- সন্ধি
- কারক ও বিভক্তি
- সমাস
- সমার্থক শব্দ, বিপরীত শব্দ
- বাগধারা
- প্রবাদ বাক্য
- অনুবাদ
Peshkar MCQ Preparation English পেশকার প্রস্তুতি ইংরেজি
বাংলার মতোই ইংরেজিতে মোট ২৫ নাম্বার থাকে। এখানে আপনাকে ইংরেজি সাহিত্য ও গ্রামার উভয় অংশ থেকেই প্রশ্ন করা হবে। ইংরেজি সাহিত্য থেকে বিভিন্ন লেখকদের সাহিত্য, জীবনী, জন্ম মৃত সাল, বিভিন্ন উক্তি, উল্লেখযোগ্য সাহিত্যকর্ম ইত্যাদি।
গ্রামার অংশ থেকে অবশ্যই নিচের বিষয়গুলো ভালো করে পড়ে যাবেন।
- Parts of Speech
- Synonyms
- Antonyms
- Preposition
- Right form of verbs
- Translation
- Sentence correction
Peshkar MCQ Preparation Math পেশকার প্রস্তুতি গণিত
পেশকার পরীক্ষার জন্য পাটিগণিত ও বীজগণিত থেকে প্রশ্ন করা হয়ে থাকে। মোট ২৫ টি প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনাকে এ দুটি বিষয় থেকে কিছু কমন বিষয়ে সব সম্যক ধারনা থাকা লাগবে। নিচে সেগুলো আলোচনা করা হলোঃ
পাটিগণিত
- ক্রয়-বিক্রয়
- সুদ-কষা
- সময় ও কাজ
- বানর ও বাশ
- সংখ্যা
বীজগণিত
- লসাগু গসাগু
- লগারিদম
- মাননির্ণয়
- সূত্রের প্রয়োগ
- উৎপাদক
- সেট
Peshkar MCQ Preparation General Knowledge পেশকার প্রস্তুতি সাধারনজ্ঞান
সাধারনজ্ঞান অংশে বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন করা হয়। এখানে আপনাকে উভয় বিষয় থেকে ২৫ টি এমসিকিউ প্রশ্ন দেওয়া হবে।
বাংলাদেশ বিষয়াবলি
- দেশের সাম্প্রতিক উন্নয়ন
- বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- বংগবন্ধু
- বিভিন্ন পদক
আন্তর্জাতিক বিষয়াবলি -
- সম্প্রতিক আন্তর্জাতিক বিষয়