রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি, প্রশ্ন সমাধান [বিস্তারিত জানুন] Railway Pointsman
Railway Pointsman Question, Preparation, Question Pattern.
বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি, বিগত সালের প্রশ্ন সমাধান সহ অন্যান্য সকল বিষয়ে আজকের আলোচনা করা হবে। বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান পদে চাকুরী প্রত্যাশীদের মনে সাধারনত নিম্নোক্ত প্রশ্নসমূহ আসে- রেলওয়ে পয়েন্টসম্যান এর কাজ কি?রেলওয়ে পয়েন্টসম্যান পদের প্রস্তুতি কিভাবে নিতে হয়? পয়েন্টসম্যান বিগত সালের প্রশ্নের প্যাটার্ণ কি? রেলওয়ে পয়েন্টসম্যান কত গ্রেডের চাকুরী? পয়েন্টসম্যান পদে বেতন কত? পয়েন্টসম্যান চাকুরীতে পেনশন আছে কিনা? বন্ধুরা, আজকে আমরা সকল প্রশ্নের উত্তর সম্পর্কে বিস্তারিত জানবো চলুন শুরু করি।
বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান এর কাজ কি?
পয়েন্টসম্যান হিসাবে আপনার দায়িত্ব কি? কোথায় পয়েন্টসম্যান কাজ করে? নিশ্চয় এটি একটি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ প্রশ্ন।
রেলওয়ে পয়েন্টসম্যান হচ্ছে একজন নিযুক্ত ব্যাক্তি যিনি বিভিন্ন রেলওয়ে সুইচ বা পয়েন্ট পরিচালনা করে থাকেন। এটি এমন একটি কাজ যা ট্রেন চলাচলে সহায়তা করার পাশাপাশি সড়ক পথে ও রেলওয়ে পথের ক্রসিং পয়েন্টে গুরুত্বপূর্ণ নিরাপত্তামূলক দায়িত্ব পালন করে থাকে।
পয়েন্টসম্যান এর কাজ:
এক কথায় একজন পয়েন্টসম্যান রেলওয়ের একজন সক্রিয় কর্মী যিনি রেল চলাচলে সহায়তা করে থাকেন। তিনি ট্রেন চালকের নিকট বিভিন্ন বিষয়ে বার্তা প্রেরণ করে থাকেন। তার একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন একটি ট্রেনের লােকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগন্যালিং সিস্টেম কোনাে কারণে ফেল করে, তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতাে গুরুত্বপূর্ণ কাজ পয়েন্টসম্যানকে করতে হয়। একটি ট্রেনের ইঙিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যােজন-বিয়ােজন করে সাজানােও তার কাজ। মালবােঝাই গাড়ি দ্রুত ও দক্ষতার সঙ্গে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে।
রেলওয়ে পয়েন্টসম্যান প্রশ্ন প্যাটার্ণ
রেলওয়ে পয়েন্টসম্যান পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে হলে প্রশ্ন প্যাটার্ণ নিয়ে জানা আবশ্যক। রেলওয়ে পয়েন্টসম্যান পদে মূলত এমসিকিউ আকারে প্রশ্ন করা হয়। ৮০ টি প্রশ্নের জন্য প্রতিটি প্রশ্নের মান ০১। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ কাটা যাবে।
যেহেতু আমরা জানলাম প্রশ্ন প্যাটার্ণ সম্পর্কে এবার চলুন জেনে নেই কি কি বিষয়ে প্রশ্ন করা হয়।
০৪ টি বিষয়ে প্রশ্ন করা হয়ে থাকে। তা হচ্ছে-
বাংলা- ২০ মার্ক
ইংরেজি- ২০ মার্ক
গণিত - ২০ মার্ক
সাধারনজ্ঞান- ২০ মার্ক
রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি
রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। কিভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং চাকরি পাবেন সেটি জানাবো এই অংশে। মনযোগ দিয়ে পড়ুন এবং আমাদের লিখা ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না।
রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি নিতে হলে আপনাকে জানতে হবে কি কি আপনার পড়তে হবে এবং কিভাবে পড়তে হবে। যেহেতু এই পদে আগে পরিক্ষা হয় নি তাই প্রস্তুতি নিতে আপনাদের কিছুটা কষ্ট হচ্ছে কিন্তু আজকের পর ইনশা-আল্লাহ সেটা থাকবে না।
রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি নিতে হবে নিম্ন উল্লেখিত বিষয় সমূহেঃ
Railway Pointsman Preparation Bangla
এটি ৩য় শ্রেণীর পদ। সুতরাং প্রশ্ন হবে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ অংশ থেকে।
৩য় শ্রেণীর পদের জবে বাংলা সাহিত্য অংশে কি কি পড়বেনঃ
বিভিন্ন লেখক এবং তাদের উল্লেখ্যযোগ্য সাহিত্য। এ জন্য চাইলে আপনারা অভিযাত্রী বাংলা বইটি পড়তে পারেন।
৩য় শ্রেণীর পদের জবে বাংলা ব্যাকরণ অংশে কি কি পড়বেনঃ
১। এক কথায় প্রকাশ।
২। বাগধারা।
৩। সন্ধি বিচ্ছেদ।
৪। বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন।
৫। শব্দের শুদ্ধ বানান।
৬। ভাবসম্প্রসারণ।
৭। কারক বিভক্ত।
৮। অন্যান্য।
Railway Pointsman Preparation English
Railway Pointsman English preparation is very crucial to pass the railway pointsman exam. Because we are basically weak in English and we can't secure a good result in English part. There will be 20 marks on English Grammar and English Literature part. However, English grammar part is more important for railway pointsman preparation. Here I am going to share the most important parts of English grammar which are very important for every exam including railway pointsman Exam Preparation.
1. Preposition.
2. Right From verb.
3. Idiom phrase.
4. Translation.
5. Composition (Recent/Ongoing topic)
6. Article.
7. Other.
রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি সাধারণ জ্ঞান
১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে।
২. মুক্তিযুদ্ধ সম্পর্কে।
৩. বর্তমানে চলমান উন্নয়ণ পকল্প নিয়ে।
৪. বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাল ও তারিখ।
৫. বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে।
৭. গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ নিয়ে।
৮. বাংলাদেশ ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে।
৯. বিভিন্ন অন্তর্জাতিক সংস্থা নিয়ে।
১০. অন্যান্য।
রেলওয়ে পয়েন্টসম্যান প্রস্তুতি গণিত
১. লসাগু, গসাগু, সরল।
২. লাভ-ক্ষতি, সুদ-কষা
৩. বীজগণিত (উৎপাদক, মান নির্ণয়)
৪. পরিমিতি।
৫. জ্যামিতি।
পয়েন্টগুলো কোথায় থাকে?
কোনো রেল স্টেশনে ১টি লুপ লাইন থাকলে এর উভয় পাশে ৪টি পয়েন্ট থাকবে। প্রতিটি স্টেশনের হোম থেকে এডভান্স স্টার্টারের আগ পর্যন্ত এসব পয়েন্টের অবস্থান। যে স্টেশনে যত লুপ লাইন তার চারগুন পয়েন্ট থাকতে পারে, আবার কমবেশিও হতে পারে। ব্যাপারটি নির্ভর করে ১টি স্টেশনের ট্রাফিক এবং কার্যক্রমের গুরুত্ব অনুসারে। দুর্যোগপূর্ণ আবহাওয়া অথবা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় যখন একটা ট্রেনের লোকোমাস্টার সিগন্যাল দেখতে ব্যর্থ হন অথবা সিগনালিং সিস্টেম কোনো কারনে ফেল করে, তখন সেই ট্রেনটিকে নিরাপদে নিয়ে আসার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পয়েন্টসম্যানদের করতে হয়। একটি ট্রেনের ইঞ্জিন কাটা থেকে শুরু করে ট্রেনটির মধ্যে বিভিন্ন কোচ যোজন-বিয়োজন করে সাজানোও পয়েন্টসম্যানের কাজ। এছাড়া মাল বোঝাই গাড়ি দ্রুত ও দক্ষতার সাথে সঠিক জায়গায় প্লেসমেন্ট দেওয়াও তার দায়িত্বের মধ্যে পড়ে।
পয়েন্টসম্যানের বেতন ও প্রমোশন
পয়েন্টসম্যানের পদের বেতন ধরা হয় ১৮তম গ্রেডে (৮,৮০০-২১,৩১০ টাকা)। একজন পয়েন্টসম্যান কাজের দক্ষতা, সিনসিয়ারিটি অনুযায়ী চীফ ইয়ার্ড মাস্টার পর্যন্ত যাওয়ার সুযোগ রয়েছে। এছাড়াও ইয়ার্ড ফোরম্যান পদে 6 বছর চাকুরীকাল অতিক্রম করার পর ট্রেন পরিচালক বা গার্ড পদে যাওয়ার সুযোগ রয়েছে।